কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন সব ম্যাচই কার্যত মরণবাঁচন। প্লে-অফে জায়গা পাকা করতে আজ দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হবে নাইটদদের। তা না হলে সমস্যা বাড়বে। এ দিকে দিল্লি কার্যত প্লে- অফে জায়গা পাকা করে ফেলেছে। পরিসংখ্যান বলছে, ১৬ পয়েন্ট নিয়ে কোনও দল প্লে-অফে ওঠেনি, আইপিএলের ইতিহাসে এমন উদাহরণ নেই।আইপিএলের দ্বিতীয় পর্বে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছে। এ দিকে নাইটরাও দ্বিতীয় পর্বে শুরুটা ভাল করেছিল।
মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়েছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করেও ২ উইকেটে হেরেছে তারা। আজ আর কোনও রকম ভুল করতে রাজি নয় ইয়ন মর্গ্যান।দিল্লিকে হারিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চায় নাইট রাইডার্স।কেকেআর-এর ব্যাটিং পারফরম্যান্স কিন্তু বেশ ভাল।
কারণ রানরেটে তারা এগিয়ে রয়েছে। মার খেয়ে যাচ্ছে বোলিং বিভাগ। সেই সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন, কলকাতা দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের ছোটখাটো কিছু ভুলই চাপে ফেলে দিচ্ছে নাইটদের। অন্য দিকে দিল্লি আত্মবিশ্বাসী এবং প্রত্যেকটি প্লেয়ার ছন্দে রয়েছে। চোট সারিয়ে দলে ফিরে শ্রেয়স আইয়ারও ভালো খেলছে। সব মিলিয়ে দিল্লি এখন ব্যালেন্সড দল।