প্রথমে ব্যাটিং করে কেকেআরকে ১২৮ রানের চ্যালেঞ্জ দিয়েছিল দিল্লি। ঋষভ পন্থ এবং স্টিভ স্মিথ দুজনেই ৩৯ করে দলকে টানেন।আমিরশাহি পর্বে কেকেআরের তুখোড় ফর্ম অব্যাহত। শারজায় লো স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফের একবার জয়ের রাস্তায় ফিরে এল নাইটরা। আগের ম্যাচে সিএসকের কাছে অল্পের জন্য হারতে হলেও দিল্লির বিরুদ্ধে গের স্বমহিমায় কেকেআর।প্ৰথমে ব্যাট করে দিল্লিকে মাত্র ১২৭/৯ রানে আটকে রেখেছিল কেকেআর।
Advertisement
জবাবে ব্যাট করতে নেমে মাঝে উইকেট খুঁইয়ে কেকেআর চাপে পড়লেও শেষ পর্যন্ত নাইটদের জিতিয়ে দিলেন নীতিশ রানা। ২৭ বলে অপরাজিত ৩৬ করে। কেকেআর টার্গেটে পৌঁছে গেল ১০ বল বাকি থাকতে হাতে ৩ উইকেট নিয়ে।
Advertisement
কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।