নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন জনি বেয়ারস্টো। তার অপরাজিত সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ২৬৮ রান করেছে ইংল্যান্ড।
ক্যারিবিয়ানদের পেসারদের দাপটে এদিন শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। মাত্র ৪৮ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। কেমার রোচ, জেসন হোল্ডার ও জেইডেন সিলসের ত্রিমুখী আক্রমণে শুরুতে একরকম কোণঠাসা হয়ে যায় তারা।
প্রথম আঘাত হানেন রোচ। অভিষিক্ত ইংলিশ ওপেনার অ্যালেক্স লিসকে মাত্র ৪ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। এর পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার জ্যাক ক্রাওলিও।
অ্যাশেজ সিরিজ থেকেই অফফর্মে থাকা এই ওপেনারকে ব্যক্তিগত ৮ রানে থাকা অবস্থায় বিদায় করেন সিলস। অধিনায়ক জো রুটও সুবিধা করতে পারেননি। ১৩ রান করে রোচের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
চারে নামা ড্যান লরেন্সকে বিদায় করেন হোল্ডার। ২০ রান আসে তার ব্যাটে। তারপর ৬৭ রানের জুটি গড়েন বেয়ারস্টো ও বেন স্টোকস। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই স্টোকসের। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি।
৩৬ রানে সিলসের বলে বোল্ড হয়ে ফেরেন এই অলরাউন্ডার। এরপর উইকেটরক্ষক বেন ফোকসের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ৪২ রান করা ফোকসে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন হোল্ডার।
দেখশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। দিন শেষে ১০৯ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসে আছে ১৭টি চারের মার। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ২৪ রান করা ক্রিস ওকস।