ওয়ান্ডারার্সে ব্যাটিং বিপর্যয়। ৯১ রানে চার উইকেট হারায় ভারত। একা কুম্ভ রক্ষা করছিলেন কেএল রাহুল। কিন্তু অর্ধশতরান করে জ্যানসেনের বলে রাবাডার হাতে ধরা পড়েন ভারতের অস্থায়ী নেতা। দিনের শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। পিঠে ব্যথার জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান বিরাট কোহলি। নেতৃত্বের ব্যাটন ওঠে কেএল রাহুলের হাতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাটের বদলি। মায়াঙ্ক আগরওয়াল শুরুটা ভাল করলেও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ২৬ রানে জ্যানসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন। ৩৬ রানে প্রথম উইকেট হারায় ভারত।
মিডল অর্ডারে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে আবার ব্যর্থ। প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। মাত্র ৩ রানে আউট হন পূজারা। প্রথম বলে শূন্যতে ফেরেন রাহানে। ৪৯ রানে ৩ উইকেট হারায় ভারত। হনুমা বিহারি শুরুটা ভাল করলেও ২০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। একা উইকেট কামড়ে পড়ে ছিলেন কেএল রাহুল। কিন্তু ৫০ রানে তিনিও আউট হয়ে যান। ১১৬ রানে ৫ উইকেট হারায় ভারত। দুটো করে উইকেট নেন জ্যানসেন এবং অলিভিয়ের। একটি উইকেট নেন রাবাডা। ভদ্রস্থ রানে পৌঁছতে ঋষভ পন্থের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া।