Breaking News

ILT20-তে পোলার্ড ঝড়, রাসেলকে ছাতু করে ১ ওভারে নিলেন ২৬ রান- ভিডিয়ো

টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিস্ফোরক ব্যাটার ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। টি-২০ বিশ্বকাপজয়ী এই তারকা সারা বিশ্বে দাপটের সঙ্গে ক্রিকেটটা খেলেছেন। ব্যাট হাতে তাঁর সেই দাপট ফের একবার দেখা গেল আইএল টি-২০ চ্যাম্পিয়নশিপে।

Advertisement

পোলার্ড মরু ঝড় তুললেন তাঁর দেশেরই অপর মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিরুদ্ধে। রাসেলের বিরুদ্ধে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন কায়রন পোলার্ড। ড্রে’রাসের এক ওভারে নিলেন ২৬ রান! ঘটনাটি মুম্বই এমিরেটসের ইনিংসের ১৭তম ওভারে ঘটে।

বল হাতে তাঁর তৃতীয় ওভার করতে এসেছিলেন রাসেল। আর সেই ওভারেই তাঁর বিরুদ্ধে ২৬ রান নিলেন পোলার্ড। মারলেন দু’টি বিরাট ছক্কা। পাশাপাশি হাঁকালেন তিনটি চারও। শুক্রবার আবু ধাবিতে ঘটেছে ঘটনাটি। ম্যাচ চলছিল আবুধাবি নাইট রাইডার্স বনাম মুম্বই এমিরেটসের। সেই ম্যাচেই ঘটে ঘটনাটি। ম্যাচে অনবদ্য ফর্মে ছিলেন পোলার্ড। আর রাসেলের ওই ওভারে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি ।পোলার্ডে ঠ্যাঙানি খেয়ে তখন রীতিমতো দিশেহারা অবস্থা রাসেলের। ম্যাচে মাত্র ১৭ বলে ৪৩ রান করেছেন পোলার্ড।

Advertisement

ম্যাচে মুম্বই এমিরেটস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মহম্মদ ওয়াসিম। নাইটদের হয়ে একটি করে উইকেট নেন ডি লাঙ্গে, সুনীল নারিন এবং সাবির আলি। জয়ের জন্য ১৮১ রান তাড়া করতে নেমে নাইটরা ১৬২ রানে অলআউট হয়ে যায়। রাসেল ২২ বলে ৪২ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দেন। এমিরেটসের হয়ে ডোয়েন ব্র্যাভো তিনটি উইকেট নেন। ইমরান তাহিরও এদিন ভালো বোলিং করেছেন। উল্লেখ্য প্লে অফের জন্য ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছে মুম্বই এমিরেটস। পাশাপাশি ডেসার্ট ভাইপার এবং গাল্ফ জায়ান্টসও চলে গেছে প্লে অফে। চতুর্থ হয়ে কোন দল যাবে, তা নির্ধারণ করবে শারজা ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচ।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

ভারত সফরে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে পিছিয়ে রয়েছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *