Breaking News
i-am-play-ipl-told-husain-bolt

আমি আইপিএলে খেলতে চাই : উসাইন বোল্ট

নিলামের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবগুলো দলকে ভাবতে হচ্ছে নতুন করে দল গঠন নিয়ে। এরই মাঝে কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট জানালেন, আইপিএলে খেলতে চান তিনি।

Advertisement

ক্রিকেট নিয়ে জ্যামাইকান এই অ্যাথলেটের আগ্রহ নতুন কিছু নয়। অতীতেও তিনি ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কথা বলে ক্রিকেট দুনিয়ার আলোচনায় এসেছিলেন। এবার তিনি আগ্রহ দেখালেন ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল নিয়ে।

এইচটি লিডারশিপ সামিটের উদ্বোধনী দিনে এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই। আমি ট্রেনিং শুরু করে ফিট হয়ে উঠতে চাই। এরপর নিজেকে আইপিএলের জন্য তৈরি করে নিব।’

Advertisement

বোল্ট দৌড়বিদ হিসেবে ক্রীড়া বিশ্বের কিংবদন্তি হয়ে উঠলেও তার শুরুটা হয়েছিল ক্রিকেট দিয়ে। ক্রিকেট মাঠে তার গতি দেখে কোচ পরামর্শ দেন দৌড়বিদ হওয়ার।

বোল্টের ভাষায়, ‘আমাকে ট্র্যাক এন্ড ফিল্ডে আনেন আমার ক্রিকেট কোচ। ছোটবেলায় তখন দেশে দুটি প্রধান খেলা ছিল ক্রিকেট ও ফুটবল। আমার বাবা ছিলেন ক্রিকেটের পাঁড় ভক্ত। জামাইকায় আবার ফুটবল নিয়েও উন্মাদনা ছিল। আমি আবার ক্রিকেট খুব ভালোবাসতাম। ক্রিকেটার হতে চাইতাম।’

Advertisement

কেন তাহলে ক্রিকেটার হলেন না বোল্ট? তার ক্রিকেট কোচই তাকে ক্রিকেটার না হয়ে দৌড়বিদ হতে বলেন, ‘আমার ক্রিকেট কোচ লক্ষ্য করেন, পেস বল করার সময়ে আমি খুব জোরে দৌডড়াই। তখন ক্রিকেট কোচ বলেন, তোমার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাওয়া উচিত। অবশ্য শুরুর দিকে ক্রিকেট থেকে বেরিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল।’

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ব্রাত্য, হঠাৎ IPL খেলার শখ হল জো রুটের

২০২৩ আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন জো রুট। এর আগে তিনি কখনও আইপিএল খেলেননি। ২৩ …

Leave a Reply

Your email address will not be published.