জয়ের হ্যাট্রিক করোনা আক্রান্ত বাবা মাকে উৎসর্গ
নাইটদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক সিএসকে’র৷ ২২০ রান তাড়া করে ২০২ রানে অল-আউট হয়ে গেল কেকেআর৷ ১৯ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবলে এক নম্বরে উঠে এলে চেন্নাই সুপার কিংস৷
নাইটদের জয়ের জন্য দরকার ৬ বলে ২০
দুর্দান্ত হাফ-সেঞ্চুরি কামিন্সের৷ মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করলেন নাইটদের অজি অল-রাউন্ডার৷
কেকেআর ১৮০/৮
স্ট্র্যাটেজিক টাইম-আউটের পরের ওভারেই আউট নাগোরকোটি৷
১৬তম ওভারে কারেনকে চারটি ছয় ও একটি বাউন্ডারি-সহ ৩০ রান নিলেন কামিন্স৷ শেষ পাঁচ ওভারে দু’ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে কেকেআর৷
১৬ ওভার শেষে কেকেআর ১৭৬/৭
১৫ ওভার শেষে কেকেআর ১৪৬/৭
কার্তিক আউট..৷ ৪০ রান করে এনগিদির শিকার হন তিনি৷ ২৪ বলের ইনিংসে দু’টি ছয় ও চারটি বাউন্ডারি মারেন কার্তিক৷
১৩ ওভার শেষে কেকেআর ১২৭/৬
১২ ওভার শেষে কেকেআর ১২৩/৬৷ ক্রিজে কার্তিক ও কামিন্স৷
রাসেল আউট..৷ হাফ-সেঞ্চুরির করার পরের বলেই আউট হলেন তিনি৷ স্যাম কারেনের বলে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন রাসেল৷ সেই সঙ্গে নাইটদের আশা শেষ৷
১১ ওভার শেষে কেকেআর ১১১/৫৷ দুর্দান্ত রাসেল৷ মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করলেন তিনি৷ ৬টি ছয় ও তিনটি বাউন্ডারি মারেন তিনি৷
১১ ওভারের প্রথম বলেই সেঞ্চুরি করল কেকেআর৷ জাদেজাকে চার মেরে একশো রান পূর্ণ করলেন কার্তিক৷
১০ ওভার শেষে কেকেআর ৯৭/৫৷ এই ওভারের শার্দুলকে ২৪ রান নেন রাসেল৷ তিনটি ছয় ও একটি বাউন্ডারি মারেন তিনি৷
পরের দু’টি বল ওয়াইড করলেন ঠাকুর৷
১০ ওভারের প্রথম বলেই শার্দুল ঠাকুরকে ছক্কা হাঁকালেন রাসেল৷
৯ ওভার শেষে কেকেআর ৭৩/৫
এই অবস্থায় দলকে জিতিয়েছিলেন রাসেল৷ ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ৪১ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ২২৩ রান তাড়া করে দলকে জিতিয়েছিলেন রাসেল৷