বল হাতে গতির ঝড় তুলছিলেন তরুণ পাকিস্তান পেসার মোহাম্মদ হাসনাইন। কিন্তু বিগ ব্যাশে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার জেরার্ড অ্যাবোড। অ্যাকশন পরীক্ষা দিয়ে ফেল করেন ২২ বছর বয়সী এই পেসার।
এরপর বোলিং অ্যাকশন শুধরে ফেরার লড়াইয়ে দ্রুতই পাস করে গেছেন পাকিস্তানের ডানহাতি তরুণ পেসার। লাহোরে এক পরীক্ষা দেওয়ার পর তার কনুই ১৫ ডিগ্রীর বেশি বাঁকা হচ্ছে না বলে রায় দিয়েছে আইসিসি’র বিশেষজ্ঞ প্যানেল।
হাসনাইনের ঘরোয়া ক্রিকেটে খেলতে বাধা ছিল না। তবে তিনি পিসিএল খেলতে পারেননি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্রও পেলেন। গত জানুয়ারিতে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। ছয় মাসের মধ্যে পরীক্ষায় পাস করেছেন তিনি। এখন বদলে যাওয়া অ্যাকশনে শীর্ষ পর্যায়ে সেরাটা দেওয়ার লড়াই তার।
হাসনাইন তার অ্যাকশন নিয়ে কাজ করেছেন পাকিস্তানের ডেভেলপমেন্ট টিমের কোচ উমর রাশিদের সঙ্গে। তার অধীনে অ্যাকশন শুধরে ২১ মে পরীক্ষা দিয়ে তা পর্যবেক্ষণের জন্য অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। তিনি গত বছরের ডিসেম্বরে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন।