বিরাট কোহলির মতো ক্রিকেটারের বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত। তাদের মাঝে অনেকেই আছেন রীতিমতো পাগল। যারা প্রিয় তারকার সান্নিধ্য পেতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন। সদ্যঃসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।
খেলা চলাকালীন নিরাপত্তা বলয় ভেঙে মাঠে সেলফি তোলার জন্য ঢুকে পড়েন এক দর্শক। এই অতি ভক্তির খেসারত হিসেবে তার স্থান হয়েছে জেলখানায়। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। মোহাম্মদ সামির বল হাতে লাগায় কুশল মেন্ডিস তখন মাঠেই চিকিৎসা নিচ্ছিলেন। স্লিপে দাঁড়িয়ে ছিলেন কোহলি। সুযোগ পেয়ে দুই দর্শক বেড়া টপকে মাঠে ঢুকে কোহলির দিকে চলে যান।
সেলফি তুলতে চাইলে কোহলিও রাজি হয়ে যান। এমন সময় নিরাপত্তাকর্মীরা দৌড়ে মাঠে প্রবেশ করেন । পুলিশের তাড়া খেয়ে মাঠে দৌড়তে থাকেন ওই দুই ভক্ত। কিছুটা দৌড়াদৌড়ির শেষে তাদের আটক করতে সক্ষম হন পুলিশকর্মীরা।
এরপর দুজনকেই গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুজনের মধ্যে একজনের বাড়ি কালবুর্গি ও অপরজন বেঙ্গালুরুর। তাদের বিরুদ্ধে মোট কুবন পার্ট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে তোলার কথা।
Virat Kohli’s fans almost convincing security for selfies 🤳 with him 😂#INDvSL #INDvsSL #PinkBallTest #CricketTwitter pic.twitter.com/IzfTnug0iD
— Karamdeep Singh (@oyeekd) March 13, 2022
করোনা কালের মাঝে এমন ঘটনা ক্রিকেটাররা স্বাভাবিকভাবে গ্রহণ করেননি। ভারতের পেস তারকা জসপ্রীত বুমরাহও এ ঘটনার নিন্দা করেছেন। শুধু বেঙ্গালুরুতেই নয়, প্রথম টেস্টে মোহালিতেও এক দর্শক মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন।