নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম।বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছান তামিম ইকবাল।
এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিম ইকবালের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচী।
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস বনাম পোখারা রাইনোস, দুপুর ১২:৪৫ মিনিট
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস বনাম চিতওয়ান টাইগার্স, দুপুর ১২:৪৫ মিনিট
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস বনাম বিরাটনগর ওয়ারিয়রস, দুপুর ১২:৪৫ মিনিট
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস বনাম কাঠমুন্ডু কিংস, দুপুর ৯:৪৫ মিনিট
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস বনাম ললিতপুর প্যাট্রিয়টস, দুপুর ১২:৪৫ মিনিট
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসাওকর, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।