Breaking News

ধোনির বাবা ও মার করোনা জয়, বেশ খুশি ধোনি

করোনার কামড়ে বিধ্বস্ত দেশবাসী । দৈনিক বাড়ছে আক্রান্তের সংখ্যা । আর এর মধ্যেই একটা স্বস্তির খবর চেন্নাই শিবিরে ।হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ। এখন দুজনেই সুস্থ রয়েছেন । তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাদের জানিয়েছেন চিকিৎসকরা ।

Advertisement

এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি । তারই মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন ধোনির বাবা ও মা। তাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের রাঁচিরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ধোনির বাবা ও মা । আইপিএলের কারণে কোভিড সুরক্ষা বলয়ে থাকার কারণে পরিবারের পাশে দাঁড়াতে পারেননি ধোনি । তবে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে ধোনির বাবা মার চিকিৎসার জন্য সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছিল ।

আরো পড়ুনঃ ধোনির বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত

Advertisement

ধোনির বাবা ও মা সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ধোনির পরিবারে। ধোনির বাবা পান সিংহ এবং মা দেবকী শেষ পর্যন্ত করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন। তাঁদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । ধোনির বাবা -মা করোনা আক্রান্ত এই খবর ছড়িয়ে পড়তেই ধোনির ভক্তদের মন খারাপ হয়ে যায় । এরপরই ধোনির বাবা মা কেমন আছেন তা ম্যাচের শেষে জানাতে থাকেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং । আর এদিন সুস্থ বাড়ি ফেরায় ধোনির পরিবারের সাথে সাথে খুশির ধোনির ভক্তদের মধ্যেও ।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Cricvive Desk

Cricvive is a sports media company that produces original video, audio, and written content for cricvive.com and other media partners, as well as the general public and news organizations.

Check Also

পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান, ২০২৩ ODI বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল পাকিস্তান!

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে টসে …

Leave a Reply

Your email address will not be published.