Breaking News
dhoni-town-start-ipl-2022

ধোনির ভালবাসার শহরেই শুরু হতে পারে ২০২২ আইপিএল, কবে থেকে শুরুর পরিকল্পনা?

পরের বছর আইপিএল শুরু হতে পারে কবে থেকে? ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত কিছু না জানালেও সূত্রের খবর, ২ এপ্রিল থেকে শুরু হতে পারে পঞ্চদশ আইপিএল। এ বার ঘরের মাঠেই আইপিএল আয়োজন করার চেষ্টা করবে বোর্ড। চেন্নাইতে শুরু হতে পারে আইপিএল। মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। সেই শহরেই শুরু হতে পারে পরের আইপিএল।

Advertisement

২০২২ সাল থেকে আইপিএল হবে ১০টি দলকে নিয়ে। খেলা হবে ৭৪টি ম্যাচ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দু’মাসের বেশি সময় ধরে চলবে আইপিএল। প্রতিটা দল ১৪টি করে লিগের ম্যাচ খেলবে।

এ বারের আইপিএল জিতেছে চেন্নাই। তাই তাদের ঘরের মাঠ চিপকেই আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচও খেলবে চেন্নাই। কিন্তু তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও জানা যায়নি।

Advertisement

আইপিএল যে ভারতে ফিরছে তা জানিয়ে দিয়েছিলেন জয় শাহ। বোর্ডের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমরা জানি চিপকে চেন্নাইয়ের খেলা দেখতে উদগ্রীব হয়ে রয়েছে মানুষ। সেটা খুব বেশি দূরে নেই। ১৫তম আইপিএল ভারতেই হবে। দুটো দল যোগ দেওয়ায় আইপিএল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।’’

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘কোথায় যেন আছি আমরা?’ লাইভ ইন্টারভিউয়ের মাঝে ওয়াশিংটন ভুলে গেলেন, কোথায় খেলছেন: ভিডিয়ো

ক্রিকেটের মাঠে খেলোয়াড়দের ‘ব্রেন ফেড’ মুহূর্তের সাক্ষী থাকা অনুরাগীদের কাছে নতুন কিছু নয়। একদা স্টিভ …

Leave a Reply

Your email address will not be published.