ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস। প্লে-অফে খেলতে হলে আজকের ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে রাজস্থান রয়েলস কে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে এবার আসলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের।১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে-অফে নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবমস্থানে রয়েছে রজস্থান রয়ালস। আজকের ম্যাচে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে রাজস্থান।গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাজস্থানের একাদশে আসতে পারে দুইটি পরিবর্তন। ক্রিস মরিসের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ক্যারিবিয়ান ফাস্ট বোলার ওশানে থমাসকে। এছাড়াও রিয়ান পরাগের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন শিবম দুবে।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেট কিপার), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমর, রিয়ান পরাগ/শিবম দুবে, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস/ওশানে থমাস, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ : রুতুরাজ গায়কওয়াড, ফাফ ডু প্লেসিস, মইন আলী, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান/ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হ্যাজেলউড।