করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে শুরু হতে চলেছে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই দলের লক্ষ্য বলে জানালেন অভিজ্ঞ নেতা।
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কেদার যাদব, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালস : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, আনরিখ নরকিয়া।