চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহার গতকাল অক্রিকেটীয় কারণে আলোচনায়। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।মাঠের খেলায় চেন্নাই সুপার কিংস পাত্তা পায়নি পাঞ্জাব কিংসের বিপক্ষে। পাঞ্জাব হেসেখেলে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।তবে ম্যাচ শেষের পরপরই দীপক চাহার গ্যালারিতে ছুটে যান, যেখানে খেলা দেখতে এসেছিলেন তার প্রেমিকা।আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন চাহার, যা গ্রহণ করেন তার প্রেমিকা। তিনিও এক আংটি চাহারের আঙুলে পরিয়ে দেন।এই ঘটনার ভিডিও টিভি ক্যামেরার চোখ এড়ায়নি। মুহূর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
A special moment for @deepak_chahar9! 💍 💛
Heartiest congratulations! 👏 👏#VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/tLB4DyIGLo
Advertisement— IndianPremierLeague (@IPL) October 7, 2021