চলতি আইপিএলের প্রথম পর্বে সেভাবে দাঁত ফোটাতে না পারা কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় পর্বে জ্বলে উঠেছে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে খেলার দাবিদার হয়ে উঠেছে ইয়ন মর্গ্যানের দল।
সেই লক্ষ্যে আরও একধাপ এগোতে হলে একই মাঠে আজ এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করতেই হবে কেকেআরকে।অন্যদিকে আজ জিতলে টুর্নামেন্টের শেষ চার পৌঁছনো কার্যত নিশ্চিত হবে সিএসকে-র।ফলে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিশ্চিত। ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে দাঁড়িয়ে রইল কেকেআর।ম্যাচের শেষ ওভারে দুই উইকেট নিয়েও কেকেআরকে জেতাতে ব্যর্থ সুনীল নারিন।কেকেআরের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুনীল নারিন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৪৩ রান করেছেন ফ্যাফ দু প্লেসি।