অবশেষে আইপিএলের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। মুম্বই এবং পুণেতে এবার গোটা আইপিএল আয়োজিত হবে। বোর্ডের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, লিগ পর্বে মোট ৭০টি ম্যাচ এবং ৪টে প্লে অফ মিলিয়ে ৬৫ দিনের উইন্ডোতে টুর্নামেন্ট হতে চলেছে।
১৫তম আইপিএলের সূচনা হবে গতবারের দুই ফাইনালিস্ট দল কেকেআর এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের মাধ্যমে। ২৬ তারিখে কেকেআর এবং সিএসকে উদ্বোধনী ম্যাচের পরের দিন ২৭ মার্চ ডাবল হেডার। দিনের ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামবে পাঞ্জাব কিংস এবং আরসিবি। পুণেতে প্ৰথম ম্যাচ হবে ২৯ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের।
KKR League Matches
২৬ মার্চ বনাম CSK (ওয়াংখেড়ে)
৩০ মার্চ v RCB (ডিওয়াই পাতিল)
১ এপ্রিল v PBKS, (ওয়াংখেড়ে)
৬ এপ্রিল v MI (পুণে)
১০ এপ্রিল v DC (ব্র্যাবোর্ন) (Day Match)
১৫ এপ্রিল v SRH (ব্র্যাবোর্ন)
১৮ এপ্রিল v RR (ব্র্যাবোর্ন)
২৩ এপ্রিল v GT (ডিওয়াই পাতিল) (দিনে ম্যাচ)
২৮ এপ্রিল v DC (ওয়াংখেড়ে)
২ মে v RR (ওয়াংখেড়ে)
৭ মে v LSG (পুণে)
৯ মে v MI (ডিওয়াই পাতিল)
১৪ মে v SRH (পুণে)
১৮ মে v LSG (ডিওয়াই পাতিল)
IPL Venues:
ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ। প্লে অফ ম্যাচের ভেন্যু পরবর্তীতে ঘোষিত হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলবে ৪টে করে ম্যাচ, ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে খেলতে হবে ৩টি করে ম্যাচ।
ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই) – ২০টি ম্যাচ
ব্র্যাবোর্ন স্টেডিয়াম (মুম্বই) – ১৫টি ম্যাচ
ডিওয়াই পাতিল স্টেডিয়াম (মুম্বই) – ২০টি ম্যাচ
এমসিএ স্টেডিয়াম (মুম্বই) – ১৫টি ম্যাচ
১২টি ডাবল হেডার মিলিয়ে এবার আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। দিনের খেলা শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। রাতের ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ থেকে।