ক্রিকেটের বহুল প্রচলিত কয়েকটি নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। চলতি বছরের পহেলা অক্টোবর থেকে এ সকল নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে এমসিসি।
এরপর থেকে কোনো ব্যাটার যেভাবেই আউট হন না কেন পরবর্তী ব্যাটার এসে সরাসরি স্ট্রাইকে খেলবে। অর্থাৎ, একজন ব্যাটার যদি ক্যাচ তুলে দিয়ে প্রান্ত বদল করে আউট হয়, তাহলেও উইকেটে নামা নতুন ব্যাটার পরবর্তী বলেই বোলারকে মোকাবেলা করবে।
মূলত উইকেট পাওয়া বোলারকে অনুপ্রাণিত করার জন্যে এমন নিয়ম করেছে এমসিসি। যদি ওভারের শেষ বলে কোনও উইকেট যায়, তখন পরবর্তী ব্যাটার উইকেটে নেমেই স্ট্রাইক পাবেন না। অথবা তিনি যদি দুইয়ে নামা ওপেনার হিসেবে মাঠে নামেন, তাহলে শুরুতেই স্ট্রাইক পাবেন না।
বিশ্বে করোনা হানা দেয়ার পর থেকেই বলে লালা ব্যবহারে অনুৎসাহিত করে আসা হচ্ছে। এবার সেটিকে একরকম নিয়মেই পরিণত করা হলো। এখন থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন না কোনো ক্রিকেটার।
কোনো ব্যাটার যখন ব্যাটিংয়ের সময় অফ স্টাম্প অতিক্রম করেন, তখন ওয়াইড সীমানায় বল করলেও ‘ওয়াইড’ দেয়া হয় না। নতুন নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে ওয়াইড দিবে কর্তব্যরত আম্পায়ার।
এছাড়াও মানকাড়কে এখন থেকে রানআউট হিসেবে বিবেচনা করার নিয়ম করা হয়েছে। ৪১ নম্বর আইন থেকে মানকাড়কে ৩৮ নম্বর আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ, বোলিং পুরোপুরি শেষ হওয়ার আগে বোলার প্রান্তে থাকা ব্যাটারকে সীমানা ছাড়তে অনুৎসাহিত করছে এমসিসি।
এছাড়াও আরেকটি নিয়মে এসেছে পরিবর্তন। এখন থেকে ‘ডেড বল’ হিসেবে সেই ডেলিভারিকেই গণনা করা হবে যদি বলটি উইকেটের মাঝে কোনও ব্যক্তি, বস্তু বা প্রাণী দ্বারা দিকবিচ্যুত হয়ে থাকে।