গত ১৩ নভেম্বর বাবর আজম ও শোয়েব মালিককে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। তবে দলের সঙ্গে যোগ দিলেন এই দুই ক্রিকেটার। অনুশীলনেও যোগ দিতে পারবেন বাবর ও মালিক।
এতদিন দলের দুই ক্রিকেটারকে ছাড়াই অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। তবে তিনদিন পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ১৬ নভেম্বর সকালে ঢাকায় পা রাখেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মালিক ও অধিনায়ক বাবর আজম। সকালে পা রাখলেও গতকাল হোটেলেই ছিলেন এই দুই ক্রিকেটার।
ঢাকায় আসার পর অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করানো হয় মালিক ও বাবরের। সেই পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে এই দুই ক্রিকেটারের। ফলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে আর কোনো বাধা রইলো না তাঁদের।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই শুরু হবে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ যা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
একনজরে পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।