স্পিন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারই অংশ ১৪ বছরের এক কিশোর। নেটে প্রোটিয়াদের স্পিনের বিরুদ্ধে অভ্যস্ত করে তুলছে সে।
আতঙ্কের নাম স্পিন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের স্পিন আক্রমণই ভাবাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।
যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, দীপক হুডা, রবি বিষ্ণোই। ভারতের স্পিন আক্রমণের বৈচিত্র্যই সফরকারীদের মাথাব্যাথা। সেই মাথাব্যাথা দূর করতে তেম্বা বাভুমার দল ১৪ বছরের এক কিশোরের শরণে।
রৌনক ওয়াঘেলা। দিল্লির এই কিশোর বাঁহাতি স্পিনার। অনূর্ধ্ব ১৬ দিল্লি দলের সদস্য। বেঙ্কটেশ্বর ক্রিকেট অ্যাকাডেমির এই শিক্ষার্থীকে নেট বোলার হিসেবে ব্যবহার করছে প্রোটিয়ারা।
কুইন্টন ডি’কক, ডেভিড মিলাররা সম্প্রতি আইপিএল খেলেছেন। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। দলের একাধিক ব্যাটারের তা নেই। মূলত তাঁদের স্পিনের বিরুদ্ধে অভ্যস্ত করতেই রৌনকের বলের বিরুদ্ধে অনুশীলন করছেন তাঁরা। প্রোটিয়াদের বেশি ভাবাচ্ছেন চহাল, কুলদীপ এবং অক্ষর।