রাওয়ালপিন্ডিতে পুরো পাঁচদিনে চলেছে ব্যাটারদের রাজত্ব। তার মধ্যেও ভালো খবর একমাত্র স্পিনার নুমান আলিই ছয়টি উইকেট লাভ করেন। মরা এ পিচ নিয়ে অনেক সমালোচনা ঝড় ওঠে। শেষ পর্যন্ত আইসিসিও ম্যাচ রেফারির পর্যবেক্ষণ রিপোর্ট দেখে রাওয়ালপিন্ডিকে শাস্তি হিসেবে এক ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে।
আগামী ১২ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে অনুশীলনে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। এদিন হুট করেই পেস আক্রমণ ছেড়ে স্পিন বলে মন দেন শাহিন আফ্রিদি। তার স্পিন বল করার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় পাকিস্তানের অনুশীলনে তিন স্পিন বোলিং রপ্ত করার চেষ্টা চালাচ্ছেন।
তার বোলিংয়ের ধরনের সঙ্গে নেটিজেনরা অনেকটাই ভারতের রবীন্দ্র জাদেজার মিল খুঁজে পেয়েছেন। জাদেজাও বাঁহাতে স্পিন বল করে থাকেন। দু’জনের বোলিংয়ের এমন অদ্ভূত মিল দেখে সেই ভিডিওতে একজন লিখেছেন, ‘মনে হয় মোহালি থেকে জাদেজা বেঙ্গালুরু যাওয়ার বদলে করাচি চলে গিয়েছেন।’ আরেক ভক্ত লেখেন, ‘যদি আলো কম থাকে আর পেসারদের বল করতে না দেয়া হয়, তা হলে আফ্রিদি বল করতে পারে।’
উল্লেখ্য, রাওয়ালপিন্ডি টেস্টে আফ্রিদিই একমাত্র পেসার যিনি একটির বেশি উইকেট নিয়েছেন। মার্নাস লাবুশানে এবং মিচেল স্টার্ককে ফিরিয়েছেন এ পাক পেসার। অন্য দিকে জাদেজা ১৭৫ রান করেন এবং ৯টি উইকেট নেন। সেই ম্যাচের পর অলরাউন্ডার হিসাবে টেস্টে এক নম্বরে উঠে আসেন জাদেজা।