আইপিএল নিলামের পরই বিতর্কে জড়িয়ে পড়ল চেন্নাই সুপার কিংস। সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট চেন্নাই সুপার কিংস’ ট্রেন্ড হল। শ্রীলঙ্কার খেলোয়াড়কে নেওয়ার জন্য চেন্নাইকে বয়কটের ডাক দিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার সুরেশ রায়নাকে না নেওয়ার জন্য হলুদ ব্রিগেডকে বয়কটের ডাক দেন।
এবারের আইপিএলের মেগা নিলামে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ ঠিকশানাকে দলে নিয়েছে চেন্নাই। তাতেই ক্ষুব্ধ হয়েছেন তামিলদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘তামিলদের গণহত্যা করেছে শ্রীলঙ্কা। মহিলা এবং শিশু-সহ প্রায় তিন মানুষকে হত্যা করেছে। রোজ আমাদের তামিল মৎস্যজীবীদের হত্যা করেছে শ্রীলঙ্কার নৌসেনা, নৌকা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করছে। সেই শ্রীলঙ্কার খেলোয়াড়কে কেনার জন্য চেন্নাই সুপার কিংসের লজ্জা হওয়া উচিত।
#Boycott_ChennaiSuperKings।’ অপর একজন বলেন, ‘সিংহলের সন্ত্রাসের কারণে প্রায় ২০ লাখ তামিলকে শরণার্থী হতে হয়েছে। এখনও বিচার মেলেনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের এক সিংহলি খেলোয়াড়ের জন্য গলা ফাটাবেন তামিলরা!!! অপর একজন বলেন, ‘তামিল গণহত্যাকে সাধারণ বানিয়ে দেবেন না। চেন্নাই থেকে এই সিংহলি খেলোয়াড়কে বাদ দিতে হবে। চেন্নাই সুপার কিংসে কোনও সিংহলি খেলোয়াড়কে খেলতে দেওয়া যাবে না।’
তবে আবার রায়নাকে না নেওয়ার জন্যও চেন্নাইকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁকে নেওয়ার জন্য এবার বিডও করেনি চেন্নাই। অন্য কোনও দল দর না হাঁকায় এবার আইপিএলে কোনও দল পাননি রায়না। সেজন্যও মহেন্দ্র সিং ধোনিদের দলের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘রায়না ছাড়া বয়কট চেন্নাই সুপার কিংস, বয়কট সিএসকে।’ অপর এক ক্ষুব্ধ নেটিজেন বলেন, ‘যদি সিএসকে মনে করে যে সুরেশ রায়নার থেকে রবিন উত্থাপ্পা ভালো খেলোয়াড়, তাহলে এই দলকে কেউ বাঁচাতে পারবে না।’
If csk thinks @robbieuthappa is better player than @ImRaina then no one can save this team…..#Boycott_ChennaiSuperKings #SureshRaina #Dhoni #csk #IPL2022Auction pic.twitter.com/aCVzQTQPxM
Advertisement— Gunjan Brahmbhatt (@GUNJANBRAHMBHAT) February 15, 2022
Around 20 lakh Tamil people are thrown out as refugees by Sinhala state Terrorism!
No Justice yet,
But Tamil People whistles for a Sinhala player in #CSK#Boycott_ChennaiSuperKings pic.twitter.com/UGduoS6rzO
— பிரபா (@prabhaarr) February 14, 2022