শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল সম্পর্কে কথা বলতে গিয়ে গাভাসকর উক্তিটি করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ জয় দিয়ে ভারতীয় দল শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করেছে। এই ম্যাচেই ভারতীয় দল বহুদিন বাদে অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে মাঠে নামে।
নতুন রূপে ভারতীয় দলের নতুন ব্যাটিং লাইন আপ নিয়ে চর্চার অন্ত নেই। এরই মধ্যে সুনীল গাভাসকর এক বোমা ফাটালেন। প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও ভারতীয় দলে সুযোগ পাননি শুভমন গিল। তাঁর বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন মায়াঙ্ক আগরওয়াল।
টিম ইন্ডিয়ার নির্বাচনের স্বপক্ষে যুক্তি দিয়ে প্রথমে গাভাসকর কেন গিলকে না নেওয়া সঠিক হয়েছে তা জানান। Sports Tak- এ তিনি বলেন, ‘ও বিগত দুই মাসে কোনো ধরনের ক্রিকেট খেলেনি। এমনকী রঞ্জি ট্রফিও খেলেনি। ভারতীয় দলের হয়ে খেলতে হলে দু’টোর মধ্যে একটা তো করতেই হবে। নিঃসন্দেহে ওর মধ্যে প্রতিভা রয়েছে। তবে ফর্ম বলেও একটা জিনিস হয়।’
রাহানের সঙ্গে ছিলেন স্ত্রী রাধিকা ও মেয়ে আরিয়া। তিনি তাদের একই শহরের মাঠে নিয়ে যান যেখানে তারা ক্রিকেটের সূক্ষ্মতা শিখেছিলেন। তিনি বলেন, ‘আমি অনেক বছর ধরে এখানে আসতে চেয়েছিলাম এবং আজ তা হয়েছে। আমি এখান থেকে ক্রিকেট শুরু করেছি, স্কুল আমাকে সমর্থন করেছে।
View this post on Instagram
স্কুলে এখন অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এখানে এসে বিশেষ অনুভূতি হয়েছে।’ বর্তমানে ভারতীয় দল থেকে বদ পড়েছেন অজিঙ্কা রাহানে। রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন তিনি। যদিও এরপর দু’বারই শূন্য রানে আউট হয়েছেন তিনি। এরপর ভারতের প্রাক্তন সহ-অধিনায়ককে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে।