১৯৯২ বিশ্বকাপ দিয়ে শুরু, সেটা চলেছে ২০১৯ সাল পর্যন্ত। প্রায় তিন দশক ধরে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান। কিন্তু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো সংস্করণের বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় পাচ্ছিল না পাকিস্তান। অবশেষে তাদের খরা কেটে গেল গত রোববার, ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল বাবর আজমের পাকিস্তান এবং এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা।
কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম তাঁদের মধ্যে একজন। বিশ্বকাপে একবার অন্তত পাকিস্তানকে জিততে দেখবেন, এ আশা নিয়েই যে প্রতিটি বিশ্বকাপে খেলা দেখতে বসতেন তিনি।
গতকাল ইন্ডিয়া টুডের সঙ্গে কথোপকথনে নিজের তৃপ্তির কথা জানান কিংবদন্তি পেসার, ‘আমার জীবদ্দশায় দেখতে চেয়েছিলাম পাকিস্তান ভারতকে বিশ্বকাপের কোনো ম্যাচে হারাচ্ছে। আমি তা দেখে ফেলেছি এবং জয়টি ছিল খুবই সন্তোষজনক।’
ভারতের বিপক্ষে পাকিস্তানের এ জয় নিয়ে কথা বলার সময় উচ্ছ্বাস লুকোতে পারেননি আকরাম। ম্যাচে সবকিছু পাকিস্তানের পক্ষে গেছে বলে মনে করেন তিনি, ‘আমি যদি ওদের পারফরম্যান্সের দিকে আবার আসি, বলতেই হবে যে ওরা অবিশ্বাস্য খেলেছে। তাদের স্কিল ভালোভাবে কাজে লাগিয়ে কাজটা খুব দারুণভাবে শেষ করেছে। তারা খুবই শান্ত ছিল এবং সবকিছুই তাদের পক্ষে ছিল। এমনকি টসেও জিতেছে।’
ভারতের বিপক্ষে আরাধ্য জয় চলে এসেছে। এবার সামনে নজর দিতে বলছেন বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার, ‘কিন্তু তারা জয়টি পেয়েছে গতকাল (পরশু) এবং এটা এখন অতীত। আমি চাই পাকিস্তান যেন এখন পরবর্তী খেলাগুলোর দিকে মনোযোগ দেয়। কারণ, বিশ্বকাপ শেষ হতে এখনো অনেক সময় বাকি।’
পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি রমিজ রাজাও ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে তাঁদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আজ রাত আটটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।