আরেকটু হলেই যেন ফসকে যেতে বসেছিল ম্যাচ। স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের কাছেও হারতে হয় কিনা- এমন শঙ্কাও জেগেছিল। তবে বাংলাদেশ জয়ের ধারায় ফিরেছে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই।
মঙ্গলবার (১৯ অক্টোবর) আল আমেরাত স্টেডিয়ামে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে টাইগারদের শুরুটা ভালো না হলেও শেষপর্যন্ত অভিজ্ঞতার সাথে পেরে ওঠেনি উদ্যমে ভরপুর ওমান।
ঘরের মাঠে যেকোনো দলই শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো পারফরম্যান্স উপহার দিয়ে সেই বিষয়ই যেন নতুন করে প্রমাণ করল ওমান। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের নৈপুণ্যে পাওয়া জয়ে বাংলাদেশ দল অবশ্য ভাসছে প্রশংসার সাগরে।
একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইট।
Bangladesh bounce back strong after their defeat against Scotland 💪#T20WorldCup | #BANvOMN | https://t.co/rTUjdFgCF4 pic.twitter.com/nPIZRxzAtZ
— ICC (@ICC) October 19, 2021
Bangladesh bounce back strong after their defeat against Scotland 💪#T20WorldCup | #BANvOMN | https://t.co/9c7lmVUoys pic.twitter.com/dDoZOBU2yk
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2021