আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। টাইগার ও প্রোটিয়াদের ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার (২ নভেম্বর), আবুধাবিতে।
সেমিফাইনালের দৌড় থেকে বাংলাদেশ অনেকটাই ছিটকে পড়েছে। তবে প্রোটিয়াদের আশা আছে এখনও। হাই ভোল্টেজ এই ম্যাচের আগেও অবশ্য প্রোটিয়ারা বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস বলেন, ‘আমরা জানি, আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং ভালো করার প্রচণ্ড ইচ্ছা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে। বাংলাদেশ ভালো একটি দল। একটি শক্তিশালী দল, এই কন্ডিশনে খুবই ভয়ংকর দল। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
সেমিফাইনালে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা নিজেদের নিংড়ে দিতে চায়, জানালেন প্রিটোরিয়াস। তিনি বলেন, ‘দেশে অনেক সমর্থক আমাদের ভালো খেলা দেখতে চান। আমরা তাদের হতাশ করতে চাই না। আমরা তাদের সমর্থন অনুভব করছি। তাদের মন খারাপ হলে তার চেয়ে খারাপ কিছু হয় না।’
‘শেষ বলের আগপর্যন্ত আমরা লড়াই থামাতে চাই না। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের খেলা দেখে সেটা বুঝতে পেরেছেন। প্রতিটি ম্যাচে আমরা সেরাটাই দিব, কথা দিলাম।’– বলেন তিনি