দুইটি সহজ ক্যাচ আজ হাত ছাড়ার কারণই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ হাঁটতে হয়েছে বাংলাদেশকে। এক ওভারে জোড়া ওইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন সাকিব আল হাসান। এর পরের ওভারেই সাইফুদ্দিন উইকেট তুলে নিলে এক প্রকার জয়ের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।
কিন্তু সব এলোমেলো হয়ে যায় লিটনের শিশুতোষ ভুলে। ভানুকা রাজাপাকসে তখনো খোলস ছড়িয়ে বের হতে পারেননি। ১৪ রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান থামেন ৩১ বলে ৫৩ রান করে। লিটন শুধু রাজাপাকসে নন, ক্যাচ মিস করেছেন চারিথ আসালাঙ্কারও।
মোস্তাফিজুর রহমানের করা ১৫তম ওভারে ৬৩ রানে ডিপ কভারে ক্যাচ ছাড়েন লিটন। সেই আসালাঙ্কাকে শেষ পর্যন্ত আউটই করতে পারেনি বাংলাদেশ। ৮০ রান নিয়ে অপরাজিত ছিলেন। আসালাঙ্কার ক্যাচটি নিতে পারলেও সম্ভাবনা তৈরি হতো।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিকুর রহিম। নিজের রানে ফেরার দিনে মুশফিকের কথা বলতে হলো সতীর্থ লিটনকে নিয়ে। সতীর্থর ওপর নিজের আস্থা রেখে মুশফিক বলেছেন,‘যত রানই করি না কেন, ছোটখাট কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হল লিটনের দুটো ক্যাচ”।
“সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ব্যাপারটা আমার কাছ থেকে হলে হয়ত এত আশা হতো না। কিন্তু সে ভালো ফিল্ডার । আর ওই সময়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় আমাদের দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।