ক্রিকেটের তিন ফরম্যাটের র্যাংকিংয়ের শীর্ষে উঠার স্বপ্ন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এক নম্বর খেলোয়াড়। তবে শুধু দুই ফরম্যাটেই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে উঠার লক্ষ্য তার। তিনি জানান, ‘ক্রিকেটের সব ফরম্যাটে এক নম্বর হওয়া আমার স্বপ্ন।
এজন্য নিজেকে প্রস্তুত করছি। স্বপ্ন পূরণের ব্যাপারে আশাবাদী। ‘
৮৯১ রেটিং নিয়ে ওয়ানডেতে ও ৮১৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষে বাবর। তবে টেস্টে ৮১৫ রেটিং নিয়ে আছেন পঞ্চমস্থানে। এই সংস্করণে ৮৯২ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মানার্স লাবুশেন। টেস্টের শীর্ষে উঠলেই প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই এক নম্বর হওয়ার ইতিহাস গড়বেন বাবর। সম্প্রতি ভারতের উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই বিশ্বসেরা ব্যাটার হবেন বাবর’।
কার্তিকের মন্তব্যের জের ধরেই বাবর বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এজন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন। সব ফরম্যাটে এক নম্বর হতে হলে নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। অনেক বেশি টানা ক্রিকেট আছে এবং বিরতিও থাকে খুব সামান্য। এজন্য অনেক বেশি ফিট থাকতে হয়। ‘
গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজে তারা ১-০ ব্যবধানে হেরে যায়। এছাড়া এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারে বাবরের দল। এই সপ্তাহেই নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে পাকিস্তান। বাবর আরও বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছি। সাদা বলে সময়টা ভালোই যাচ্ছে, আশা করি টেস্টেও আমি ভালো করতে পারব। ‘