Breaking News

প্রধান নির্বাচকের সঙ্গে বিবাদে জড়ালেন বাবর

দল নির্বাচন নিয়ে পাকিস্তানের ক্রিকেটে আবারও ঝামেলা শুরু হয়েছে। উইন্ডিজ সিরিজ সামনে রেখে মুখোমুখি অবস্থানে প্রধান নির্বাচক ওয়াসিম খান এবং অধিনায়ক বাবর আজম। ওয়াসিম চান সীমিত ওভারের ক্রিকেটে শান মাসুদকে মিডল অর্ডারে খেলানো হোক। অন্যদিকে অধিনায়ক বাবর চান, শান ওপেনার হিসেবেই খেলুন।

দুজনের এই মতবিরোধ এবার প্রকাশ্যে চলে এসেছে।

বাবরের যুক্তি, শানকে মিডল অর্ডারে খেলানোর অর্থ তার সঙ্গে অবিচার করা। কারণ বাঁহাতি শান মূলত ওপেনার। পাশাপাশি তাকে মিডল অর্ডারে খেলালে ছন্দে থাকা অন্য কোনো মিডল অর্ডার ব্যাটারের প্রতিও অবিচার করা হবে। পাল্টা যুক্তি দিয়ে ওয়াসিম বলেন, ‘কাউন্টি ক্রিকেটে শান দারুণ খেলেছে। তাকে বলেছি, এবার মিডল অর্ডারে ব্যাট করার চেষ্টা করতে। তাহলে শান যে দলের প্রয়োজনে নিচেও ব্যাট করতে পারে―সেটা প্রমাণ করা সম্ভব। ‘

৩২ বছরের শান সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যদিও খেলার সুযোগ পাননি।  পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘শান ওপেনার। ব্যাটিং অর্ডারের ওপরের দিকেই ব্যাট করে। সে কখনো নিচের দিকে ব্যাট করে না। তাকে জোর করে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে পাঠালে অবিচার করা হবে। শানের দিকে আমরা নজর রাখছি। তার ব্যাটিং অর্ডার নিয়ে অবশ্যই ভাবব, কিন্তু দলের ভারসাম্য নষ্ট করে নয়। ‘

শুধু শানকে নিয়েই নয়, উইকেটরক্ষকের জায়গা নিয়েও ওয়াসিম-বাবর মতবিরোধ প্রকাশ্যে। ওয়াসিম চান উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলুন মোহাম্মদ হারিস। বাবর আস্থা রাখছেন মোহাম্মদ রিজওয়ানের ওপর, ‘হারিসকে এখনই সুযোগ দেওয়াটা একটু তাড়াহুড়া হয়ে যাবে। রিজওয়ান এক দিনের ক্রিকেটে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারলেও দলের জন্য অবদান রাখছে। আমাদের প্রথম একাদশে ভালো ভারসাম্য রয়েছে। রিজওয়ানের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি তার পাশেই আছি।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

পাক ক্রিকেটে নতুন সমস্যা, জীবনের ঝুঁকি বোর্ড চেয়ারম্যানের, নিলেন বুলেটপ্রুফ গাড়ি

পাকিস্তানের সংসদের ক্রীড়া বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে রামিজ জানিয়েছেন, তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। তাই বুলেটপ্রুফ …

Leave a Reply

Your email address will not be published.