দুর্দান্ত শুরু করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যেতে হয় পাকিস্তানকে। তবে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা পাচ্ছেন বাবর আজম। কিশোরদের মনেও জায়গা করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
আট বছরের এক সমর্থক মহম্মদ হারুন সুরিয়ার হাতে লেখা চিঠির উত্তর দিয়েছেন বাবর। টুইটারে আট বছরের সমর্থকের হাতে লেখা চিঠিটি চোখে পড়ে। সেমিফাইনালে পাকিস্তান হেরে যাওয়ার পরের দিন সে লিখেছিল চিঠিটি। তাতে লেখা, ‘প্রিয় পাকিস্তান দল, আমি গর্বিত। তোমাকে ভালবাসি বাবর আজম। সবাই খুব ভাল খেলেছ। ভাল ব্যাটিং, ভাল বোলিং। কাল আমার মনে হয়েছিল পাকিস্তান জিতবে, মাঝে আমি খুব চাপে ছিলাম। শেষের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। এক দিন আমি অধিনায়ক হব, সেই দিন তোমাদের আমার দলে নেব, আমরা ফাইনাল খেলব এবং জিতব।’
সেই চিঠির উত্তর দিয়েছেন বাবর। তিনি টুইট করে লেখেন, ‘প্রিয় মহম্মদ হারুন সুরিয়া, সালাম, আমাদের প্রতি সদয় হয়ে চিঠি লেখার জন্য ধন্যবাদ চ্যাম্পিয়ন। আমি জানি তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকবে, প্রচুর পরিশ্রম করবে এবং জীবনে যা চাও সেটা করতে পারবে। তুমি নিশ্চয়ই আমার সই পাবে তবে আমি উদগ্রীব তোমার সই নেওয়ার জন্য, আমাদের ভবিষ্যতের অধিনায়ক।’
Dear Mohammad Haroon Suria,
Salam,
AdvertisementThank you for such a kind letter for us, champion. I ABSOLUTELY believe in you and you can achieve anything with your focus, belief, and hardwork.
You will get your autographs but I cant wait to get YOUR autograph future Captain. 🙌 https://t.co/FbalPUeBnC
Advertisement— Babar Azam (@babarazam258) November 13, 2021
বাবরের এই আচরণ পছন্দ হয়েছে ক্রিকেট-ভক্তদের। মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেলেও সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন পাক অধিনায়ক।