আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান দেশের প্রখ্যাত ধারাভাষ্যকার আতহার আলী খান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি।ছিলেন মিতব্যয়ী।আতহারের দাবি, তার মত অনেকেই আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের বৈশ্বিক আসরের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। সম্প্রতি বিডিক্রিকটাইম এর সাথে আলাপকালে আতহার তুলে ধরেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামর্থ্য ও সম্ভাবনার কথাও।
তিনি বলেন, ‘আগামী ৫ বছরেই বিশ্বকাপ জিততে দেখতে চাই। এটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের ওপরই নির্ভর করছে। মনে রাখতে হবে- আমরা অনেকেই মনে করি বিশ্বকাপ আমরা জিতব।’বিশ্বকাপের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত বড় দলকে সিরিজ হারিয়েছে। যদিও ঘরের মাঠে খেলা ছিল বলে অনেকেই বাংলাদেশের এই ইতিহাস গড়া সাফল্যকে মূল্যায়ন করতে নারাজ।
তবে আতহারের মতে, জয়ের এই আত্মবিশ্বাসই বিশ্বকাপে বাংলাদেশের জ্বালানী হিসেবে কাজ করবে, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে সিরিজ জেতা কৌতুকের বিষয় নয়। আমরা ইতোমধ্যে ইতিহাস গড়েছি। যেকোনো দলই জয়ের ছন্দে থাকলে আত্মবিশ্বাস বাড়তি থাকে।কী ধরনের পিচে খেলেছি এটা কোনো ব্যাপার নয়। বড় দলের বিপক্ষে ফলাফল আমাদের পক্ষে এসেছে। এই জয় আমাদের পক্ষে কাজ করবে।’
জয়ের ছন্দ ধরে রেখে ক্রিকেটাররা বিশ্বকাপেও ভালো করবেন- এমন আশা ব্যক্ত করার পাশাপাশি আতহারের বিশ্বাস, ব্যাটসম্যানরা বিশ্বকাপের মঞ্চে ঠিকই জ্বলে উঠবেন।তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় অনেক পরিশ্রম করেছে। আমি আশাবাদী, এই মোমেন্টাম ধরে রাখবে। অনেকে মিরপুরের পিচে খেলে প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ওপর আমার বিশ্বাস আছে। উইকেট ব্যাটিং বান্ধব হলে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো করবে।’