Breaking News
ashes-to-out-batller

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন বাটলার

চোটে পড়ে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন জস বাটলার। হোবার্ট টেস্টে খেলার সময় আঙুলের চোটে পড়েন তিনি। খুব শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।

চলমান অ্যাশেজে ইতোমধ্যেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। দল হিসেবে একেবারেই সুবিধা করতে পারেনি ইংলিশরা। এর মধ্যেই আবার বাটলারের মতো অভিজ্ঞ ব্যাটারের ইনজুরি কিছুটা হলেও ভুগাবে দলকে। তার ছিটকে যাওয়াকে হতাশাজনক বলছেন জো রুট।

ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘বাটলার দেশে ফিরে যাচ্ছে। এটা বেশ বাজে চোট। এটা সত্যিই দল এবং তার জন্য হতাশাজনক। কিন্তু এটা টেস্ট ক্রিকেটের একটা অংশ। মাঝে মাঝে আপনাকে এসব মেনে নিতে হবে

সিরিজের চতুর্থ টেস্টে খেলার সময় বৃদ্ধাঙুলিতে চোট পান বাটলার। এরপর হাতে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন তিনি। কিন্তু চোট গুরুতর হওয়ায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল ইংল্যান্ড। সিরিজ হারের পর অবশ্য চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। সিডনি টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে রুটের দল।

বাটলার না থাকায় হোবার্টে অভিষেক হতে পারে ৩০ বছর বয়সী উইকেটরক্ষক স্যাম বিলিংসের।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

হাফ-সেঞ্চুরিতে মন ভরেনি, কাউন্টিতে দুর্দান্ত শতরান মহম্মদ রিজওয়ানের

দ্বিতীয় দিনেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তবে হোভের এমন ব্যটিং স্বর্গে অর্ধশতরানে মন ভরেনি মহম্মদ …

Leave a Reply

Your email address will not be published.