Breaking News
another-incident-of-deepak-proposing-love-to-his-girlfriend-in-the-gallery-after-the-match

ম্যাচের পর গ্যালারিতে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দেওয়া দীপকের আরও এক কাণ্ড, ভিডিয়ো ভাইরাল

আইপিএল-এর ম্যাচের পর গ্যালারিতে গিয়ে বান্ধবীকে প্রেমপ্রস্তাব দিয়ে নজরে এসেছিলেন তিনি। এ বার আরও এক কাণ্ড করলেন দীপক চাহার। ম্যাচ চলাকালীনই গ্যালারিতে থেকে বোনের সঙ্গে গল্প করলেন। সেই ভিডিয়ো তাঁর বোন ইনস্টাগ্রামে ছড়িয়ে দিতেই ভাইরাল হয়েছে।

জয়পুরে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দর্শকাসনে হাজির ছিলেন দীপকের বোন মালতি। যেখানে তিনি ছিলেন এক সময় সেখানেই ফিল্ডিং করতে আসেন দীপক। দর্শকাসন থেকে দীপকের নাম ধরে চেঁচাতে থাকেন মালতি। দীপকও সেই ডাকে সাড়া দেন এবং হাত নাড়েন। কিছুক্ষণ পরেই দীপক তাঁর বোনকে বিশেষ কারওর ব্যাপারে জিজ্ঞাসা করেন, ‘ও কোথায়’? উত্তরে মালতি জানান, সেই ব্যক্তি উপরের স্ট্যান্ডে রয়েছেন। সেই ‘বিশেষ’ ব্যক্তি দীপকের বান্ধবী কিনা, তা অবশ্য ভিডিয়ো থেকে বোঝা যায়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪২ রান দিলেও মার্টিন গাপ্টিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন দীপক। গাপ্টিলকে আউট করার পর তাঁর উচ্ছ্বাসের ভিডিয়ো পরে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

বাড়িতে ছাগল ঢোকালেন ধোনি! ভিতরের ভিডিও বাইরে আনলেন সাক্ষী, দেখে নিন

সিএসকের ক্যাপ্টেন এবং জাতীয় দলের কিংবদন্তি নেতা মহেন্দ্র সিং ধোনি যে পশুপ্রেমী, তা আর নতুন …

Leave a Reply

Your email address will not be published.