শোয়েব আখতারের সাথে কথার লড়াই থামতে না থামতেই এবার মোহাম্মদ আমিরের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। যদিও আমিরের ফিক্সিং ইস্যু টেনে প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন হরভজন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে হরভজন শোয়েবকে বলেছিলেন, ভারত ম্যাচটি এমনিই জিতবে তাই পাকিস্তান ম্যাচটি আগেভাগেই ছেড়ে দিতে পারে। পাকিস্তানের ১০ উইকেটের জয়ের পর হরভজন পড়েন শোয়েবের রোষানলে।
নম্র সুরে শোয়েবকে জবাব দিয়ে থামাতে পারলেও হরভজনকে ছাড় দেননি আমির। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘জানতে ইচ্ছা করছে, হরভজন পাজি কি তার টিভি ভেঙে ফেলেছেন? কোনো ব্যাপার না, এটা শুধুই একটা খেলা।
এই টুইটের জবাবে আমিরকে নিজের ছক্কা হাঁকানোর ভিডিও পোস্ট করে হরভজন বলেন, ‘আমির তুমিও বলো, এই ছক্কা তোমার বাড়িতে গিয়ে পড়েনি তো? কোনো ব্যাপার না, এটাও শুধু একটা খেলা।’
এর জবাবে আমির বলেন, ‘হরভজন, শহীদ আফ্রিদি যখন আপনাকে ৪ বলে ৪ ছক্কা মেরেছিলেন তখন আপনার বোলিং দেখেছিলেন? ক্রিকেটে এটা হতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে… একটু বেশিই হয়ে গেছে।’
এরপর আর মেজাজ ধরে রাখতে পারেননি হরভজন। ফিক্সিং ইস্যু টেনে প্রকাশ্যে ধুয়ে দেন আমিরকে। তিনি বলেন, ‘লর্ডস টেস্টে নো বল কীভাবে হয়েছিল? কত টাকা নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হতে পারে? এই সুন্দর খেলাটাকে অপমান করায় তোমার এবং তোমার সমর্থকদের লজ্জা পাওয়া উচিৎ।’
হরভজনের সেই টুইটের জবাবে আমির লিখেন, ‘ভাগো ভাগো, আফ্রিদি এসেছে।’ কিন্তু বৃথা চেষ্টায় ক্ষান্ত করতে পারেননি হরভজনকে। হরভজন ফের লিখেন, ‘তোমার মত মানুষ চেনে শুধু পয়সা পয়সা আর পয়সা… সম্মান নেই, টাকাই সব। তোমার সমর্থকদের বলবে না ফিক্সিং করে কত টাকা পেয়েছো? এই খেলাকে অপমান করে, লোকদের বোকা বানানো তোমার সাথে আমি কথা বলতেও ঘৃণা করি।’
এরপর আমির লিখেছেন, ‘তুমি তো ভীষণ একরোখা। আমার অতীত নিয়ে কথা বললেও তিন দিন আগে তোমার বলা কথা তো পাল্টাবে না। ওয়াকওভার তো পাওনি। পার্কে হেঁটে আসো, একটু ভালো লাগবে।’