টেস্ট ক্রিকেটে ইনিংসে ৪০০-৫০০ রান হলেই একে পাহাড় বলে আখ্যা দেওয়া হয়। তাহলে বুস্ট রিজিওনের এই রান বন্যাকে হয়ত বলতে হবে হিমালয়। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে দলটি ৮৬৪ রান করে ইনিংস ঘোষণা করেছে। দেশটিতে এর আগে কোনো দল এত রান করতে পারেনি।
টেস্ট খেলুড়ে আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আহমাদ শাহ আবদালি টুর্নামেন্টের ১০ম ম্যাচে স্পিন ঘার রিজিওনের মুখোমুখি হয়েছে বুস্ট রিজিওন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বুস্ট থেমেছে ৮৬৪ রানে, ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণার পর।
সাম্প্রতিক সময়ে এত রানের দেখা মেলেনি প্রথম শ্রেণির ক্রিকেটে। সর্বশেষ ২০০৭ সালে সাড়ে আটশর বেশি রান হয়েছিল সমারসেট-মিডলসেক্স ম্যাচে। ১৪ বছর পর সাড়ে আটশ ছাড়ানো স্কোর দেখা গেল আফগান ক্রিকেটে।
Record Alert: Bost Region sets a new record in Abdali FC Competitions as they recorded the highest total (864/9) in an inning in domestic FC Competitions.
Read more: https://t.co/dhC8vbmmj1 pic.twitter.com/lHb1JTsipw
— Afghanistan Cricket Board (@ACBofficials) December 4, 2021
দলের হয়ে দ্বিশতক হাঁকান অধিনায়ক মুনির আহমাদ। ৩৩৩ বলের মোকাবেলায় করেন ২১১ রান। এছাড়া দারউইশ রাসুলি ১৩৭ বলে ১১২, আসিফ মুসাজাই ১৯০ বলে ১০১, ওয়াকারউল্লাহ ইসহাক ১৫৮ বলে ১০০, নুমান শাহ ৯০ বলে ৭০ ও মোহাম্মদ ইবরাহিম ১১৫ বলে অপরাজিত ৬০ রান করেন। চারদিনের ম্যাচের তৃতীয় দিন ইনিংস ঘোষণা করে দলটি।
বুস্ট মোট ২১২ ওভার ব্যাট করেছে, রান রেট ছিল ৪.০৭। স্পিন ঘারের ৫ বোলার একশরও বেশি রান খরচ করেছেন। জবাবে ব্যাট করতে নেমে দলটি অবশ্য ভালোই জবাব দিচ্ছে। তবে প্রকৃতির বাধায় ম্যাচটি হাঁটছে নিশ্চিত ড্রয়ের পথে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল ভিক্টোরিয়ার। ১৯২৬-২৭ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে দলটি জড়ো করেছিল ১১০৭ রান।