পাকিস্তানের হ্যাটট্রিক জয়ের আশায় জল ঢেলে দিতে পারবে আফগানিস্তান?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতেছে বাবর আজমের দল।
ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে পাকিস্তান। বোলিংয়ে নিয়ন্ত্রণ দেখা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে—১৩৪ রানেই থেমেছিল কিউইদের ইনিংস। আজ দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয় তুলে নিতে পারবে পাকিস্তান?
সুপার টুয়েলভে পাকিস্তান দুই ম্যাচ খেললেও আফগানিস্তান খেলেছে এক ম্যাচ। সেটি স্কটল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষ সহযোগী দেশ হলেও প্রথম রাউন্ডে এই স্কটল্যান্ডের কাছেই হেরেছে বাংলাদেশ।
সেই স্কটল্যান্ডের বিপক্ষেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জিতেছে আফগানিস্তান। হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ ও নজিবুল্লাহ জাদরানরা দারুণ ব্যাটিং করে ১৯০ রান এনে দিয়েছিলেন আফগানিস্তানকে।
এরপর দেখা গেছে মুজিব উর রেহমান ও রশিদ খান ‘শো’—আফগানিস্তানে এ দুই তারকা স্পিনার মিলে ৯ উইকেট নেন।
২০ রানে ৫ উইকেট নেন মুজিব। রশিদ তাঁর চেয়ে ১ উইকেট কম নিলেও কিপটেমিতে এগিয়ে ছিলেন। ২.২ ওভারে ৯ রানে ৪ উইকেট নেন এ লেগি।
দুবাইয়ের উইকেটে এই দুই স্পিনারকে সামলানোর পরীক্ষা দিতে হবে পাকিস্তানকে। অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা পাকিস্তানের ব্যাটিং-বোলিং আটকানোর অগ্নিপরীক্ষা দিতে হবে আফগানিস্তানকে। আফগানিস্তান কি পারবে পাকিস্তানকে হারাতে?
ভোটের মাধ্যমে আপনার মতামত দিন।