সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে ভারত। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার—বিরাট কোহলিদের পারফরম্যান্স ভারতের সেমিফাইনালে ওঠার আশাকে ফেলেছে প্রশ্নের মুখে?
আফগানিস্তানের বিপক্ষে আজ হারলেই টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে ভারতের।
জয় বিবেচনায় ভারতের চেয়ে ভালো পারফরম্যান্স করেছে আফগানিস্তান। এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয়, একটি হার। পাকিস্তানের সঙ্গে লড়াই করে হারে আফগানিস্তান। স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জিতেছে নিজের নামের প্রতি সুবিচার করে।
টি–টোয়েন্টিতে দারুণ উন্নতি করা আফগানিস্তান আজ আবুধাবিতে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের মুখোমুখি হবে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। কোহলিদের সেমিফাইনালে ওঠার আশা কি মাটি করতে পারবে আফগানিস্তান?