বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে পাকিস্তান। যে জয় কখনোই পাকিস্তানকে এনে দিতে পারেনি ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক এবং শহীদ আফ্রিদির মত কিংবদন্তি অধিনায়ক।
তাইতো ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক জয় স্মরণীয় করে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনে’র সঙ্গে ২৫০ শিশুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। আর তার এ পদক্ষেপ নিজের বাবা মোহাম্মদ আজম ও সায়া কর্পোরেশনকে উৎসর্গ করেছেন তিনি।
মূলত বাবার উদ্যোগেই ভারত বধের উদযাপনে এমন এক মহৎ উদ্যোগ নিয়েছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার। জানা গেছে, এর জন্য পাকিস্তানি মুদ্রায় ২০ লাখ রুপির একটি তহবিল বরাদ্দ করা হবে।
সোমবার সামাজিক মাধ্যম টুইটারে বাবর লিখেছেন, ‘আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই। এটি আমার বাবা এবং রোল মডেল, মোহাম্মদ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম।’
I want to celebrate by educating 250 deserving students through Noon, the leading edtech platform. This is dedicated to my father and role model, Muhammad Azam and Saya Corporation.#NoonxBabar #BabarNoonScholarship @NoonPakistan @SayaCorps pic.twitter.com/KV2xKTdNhB
Advertisement— Babar Azam (@babarazam258) October 25, 2021