সেরা ১০ ‘কিপটে’ বোলার, আইপিএল
এবারের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল ২০২১ থেকে ।গোটা পৃথিবী অপেক্ষায় । কথায় বলে আইপিএল ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য।
বিশ্ব জুড়ে ক্রিকেটাররা চার-ছয়ের ফুলঝুরি দেখার অপেক্ষায় প্রতি বছর বসে থাকেন । কিন্তু আইপিএলেও এমন কিছু বোলার রয়েছেন যারা রান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কৃপন তারাই মূল নায়ক বনে যান। ব্যাটিং দূর্গকে দমানোর ক্ষেত্রে রয়েছে স্পেশালিষ্ট।
উইকেট তো নেন তার পাশাপাশি প্রতি ওভার পিছু রান যথেষ্ট কম। আইপিএলের নতুন মরসুম শুরুর আগে দেখে নেওয়া য…
যাক আইপিএলের ইতিহাসে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ ‘সেরা কৃপণ’ বোলারদের তালিকা
১.নাম- রশিদ খান ওভার- ২৪৬ , ম্যাচ- ৬২ উইকেট- ৭৫ ইকোনমি রেট- ৬.২৪…
তিনি দেখিয়েছেন সেরা জলক। কিপ্টে নাম্বার ০১।
২.নাম- অনিল কুম্বলে ওভার- ১৬১, ম্যাচ- ৪২ উইকেট- ৪৫ ইকোনমি রেট- ৬.৫৭ …
৩.নাম- গ্লেন ম্যাকগ্রাথ ওভার- ৫৪ ম্যাচ- ১৪ উইকেট- ১২ ইকোনমি রেট- ৬.৬১…
৪.নাম- মুথাইয়া মূরলীধরন ওভার- ২৫৪ ম্যাচ- ৬৬ উইকেট- ৬৩ ইকোনমি রেট- ৬.৬৭…
এই চার জঙ্কেই ক্রিকেটের ইতিহাসের সেরা কিপটে হিশেবে বিবেচনা করা হয়। আইপিএলে তারা বাঘা ব্যাটসম্যানদের সব সময় কন্ট্রোলে রেখেছেন এবং করেছেন শাসন। আগামীতে আরো চার জন ক্রিকেটার নিয়ে লিখা হবে।