আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহালির ভারতীয় দল পুরনো মেজাজে ফেরার রাতেই ভবিষ্যতের রাস্তা নির্মাণের কাজও শুরু হয়ে গেল। এক দিকে রাহুল দ্রাবিড়ের নাম পরবর্তী হেড কোচ হিসেবে সরকারি ভাবে ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এতটাই নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা ‘দ্য ওয়াল’-কে নিয়ে যে, ঘটা করে আর বাকি প্রার্থীদের ইন্টারভিউও নেওয়ার প্রয়োজন পড়ল না। তেমনই, ভিতরে-ভিতরে ঠিক হয়ে গিয়েছে, বিরাট কোহালির উত্তরসূরি হিসেব রোহিত শর্মাকেই বেছে নেওয়া হবে।
কয়েকটি মহল থেকে প্রশ্ন উঠছিল যে, সামনের বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। রোহিতের তখন ৩৫ বছর বয়স হচ্ছে। খুব ফিট ক্রিকেটারদের মধ্যে তিনি পড়েন না। আরও তরুণ কাউকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত কি না। যেমন কে এল রাহুল বা ঋষভ পন্থের মতো কাউকে?
এমন প্রস্তাব নিয়ে বোর্ডের মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা নেই। শীর্ষ স্থানীয় কর্তারা রোহিতকেই সাদা বলের ক্রিকেটে বিরাটের উত্তরসূরি হিসাবে দেখতে চাইছেন। তাঁরা মনে করছেন না, আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি আইপিএল জেতা রোহিতের বয়স খুব বেড়ে যাচ্ছে বা তাঁর নেতৃত্বে তীব্রতা, ধার-ভার কমতে পারে।
ওয়াকিবহাল মহলের কয়েক জনের কথায়, ‘‘রোহিত এখনও ব্যাটসম্যান হিসাবে সব ধরনের ক্রিকেটেই চুটিয়ে খেলছে। সর্বত্র রান করছে। তা ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে অভিজ্ঞ কারও হাতেই তো দায়িত্ব দিতে হবে। তরুণ কাউকে তৈরি করা হোক তার পরের বিশ্বকাপের জন্য।’’ তাই আগামী বছর অস্ট্রেলিয়ায় কুড়ির বিশ্বকাপে রোহিতকেই অধিনায়কত্বের মুখ হিসাবে ভেবে এগোতে চায় বোর্ড।