২০ ওভারের ম্যাচ মাত্র ১৬ বলে জিতে নিল সংযুক্ত আরব আমিরশাহি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওমেনস টি-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করল আমিরশাহি।
কুয়ালা লামপুরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরশাহি মুখোমুখি হয় টিম ডেভিডের দেশ সিঙ্গাপুরের। টস জিতে সিঙ্গাপুরকে শুরুতে ব্যাট করতে পাঠায় আমিরশাহি। সিঙ্গাপুরের মেয়েরা সম্মিলিতভাবে ব্যাট হাতে ১৭.২ ওভার লড়াই চালান। তবে স্কোরবোর্ডে ২৯ রানের বেশি তুলতে পারেননি।
সিঙ্গাপুরের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সব থেকে বেশি ৯ রান করেন ক্যাপ্টেন শাফিনা মহেশ। বিনু কুমার ও চতুরানি ৫ রান করে সংগ্রহ করেন। খাতা খুলতে পারেননি ৪ জন ব্যাটার।
আমিরশাহির হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন ছায়া মুঘল ও এশা ওজা। ২টি করে উইকেট দখল করেন বৈষ্ণবী মহেশ ও সুরক্ষা কোট্টে।
UAE brought their A-game.
A massive 10-wicket victory for the team! Singapore will look to make a strong comeback 💪🏼#UAEvSIN #ACC #cricket #t20Championship #T20Cricket #fixtures #upcoming #cricketlove #womenscricket #womenst20championship pic.twitter.com/X1o1Hjqmfi— AsianCricketCouncil (@ACCMedia1) June 18, 2022
জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহি ২.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৯ রান করে নট-আউট থাকেন এশা। সুতরাং, সিঙ্গাপুরের গোটা দল যত রান সংগ্রহ করে, এশা একাই তত রান তুলে ফেলেন। তীর্থা সতীশ ৩ রান করে নট-আউট থাকেন।
১০৪ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে আমিরশাহি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন এশা।