দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসরকে সামনে রেখে আইসিসি ‘লিডিং লাইটস’ ক্যাটাগরিতে ১০ শীর্ষস্থানীয় ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেখানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।এখানে স্থান পেয়েছেন তারাই, যারা ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করেছেন বিশ্বকাপের মঞ্চে। তালিকায় থাকা ১০ ক্রিকেটারের মধ্যে কেবল সাকিব ও ক্রিস গেইল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন।সাকিবকে নিয়ে আইসিসি লিখেছে, ‘তালিকার একমাত্র খেলোয়াড় সাকিব, যিনি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেননি।
সংগ্রাম করতে থাকা একটি দলের হয়ে সাকিব কতটা ধারাবাহিক তার সেই অর্জনই প্রমাণিত হচ্ছে।’আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ‘বিশ্বকাপের প্রথম আসরে খেলা মাত্র ৮ ক্রিকেটার এবারও বিশ্বকাপ খেলবেন, সাকিব তাদের একজন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব অন্যতম গ্রেট অলরাউন্ডার।’