Breaking News

‘১’ মাসের বিশ্রামে তামিম, শঙ্কায় নিউজিল্যান্ড সফর

আঙুলের ইনজুরিতে ভুগছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছেন তিনি। ইতোমধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তামিম। চিকিৎসক দিয়েছেন পরামর্শও।

অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলে পুরনায় চোটে পড়েন তামিম। সেই চোট থেকে সেরে যখন ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই আবারো চোট বাঁধে। ফলে আঙুলের চিকিৎসার জন্য গত শুক্রবার রাতে ইংল্যান্ড যান তামিম।

সেখানে চিকিৎসকের শরণাপন্নও হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস বিশ্রামে থাকবেন তামিম। একটি সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একমাস বিশ্রামে থাকার পরই বোঝা যাবে চোটের অবস্থা।

চোটের কারণে মিস করেছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। শঙ্কা রয়েছে নিউজিল্যান্ড সিরিজ নিয়েও। আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানকার কোয়ারেন্টিন জটিলতার কারণে আগেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। যে কারণে ঐ সিরিজে তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষটি শুরু হবে ৯ জানুয়ারি।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ব্যাট হাতে মিরপুরে অনুশীলনে ফিরেন তামিম। লক্ষ্য ছিল জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খেলবেন তিনি। জাতীয় লিগে খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ফিরতে চেয়েছিলেন তামিম। তবে চোটের কারণে পিছিয়ে যায় সেটি।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

ওয়ান ডে ক্রিকেটে শাকিব আল হাসানকে টপকালেন মুশফিকুর, সামনে শুধু তামিম

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলে আউট হন মুশফিকুর …

Leave a Reply

Your email address will not be published.