Breaking News

৯ ম্যাচের একটিও জেতেনি, ILT20-র একেবারে শেষ ম্যাচে জয়ের মুখ দেখল নাইট রাইডার্স

আইএল টি-২০’র উদ্বোধনী মরশুম দুঃস্বপ্নের মতো কাটল আবু ধাবি নাইট রাইডার্সের কাছে। শুধু ইতিবাচক দিক এই যে, সান্ত্বনার জয় দিয়ে এবারের মতো অভিযান শেষ করলেন সুনীল নারিনরা।

Advertisement

রীতিমতো তারকাখচিত দল নিয়ে আমিরশাহির নতুন টি-২০ লিগে মাঠে নামে আবু ধাবি। তবে ইন্টারন্যাশনালর লিগ-২০’র ১০টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচ জেতে এডিকেআর। তাও একেবারে শেষ ম্যাচে জয় পায় তারা। আগের ৯টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে হারের মুখ দেখতে হয় নাইট রাইডার্সকে। একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট সংগ্রহ করে আবু ধাবি। সুতরাং, ১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স ইন্টারন্যাশনাল লিগ টি-২০ অভিযান শেষ করে লাস্ট বয় হিসেবে।

শেষ ম্যাচে শারজা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে পরাজিত করে নাইট রাইডার্স। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শারজা। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। টম কোহলার ক্যাডমোর দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন। ৪০ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।

Advertisement

এছাড়া এভিন লুইস ২৩ ও ক্রিস বেঞ্জামিন অপরাজিত ২৪ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ডেভিড মালান ৭, মইন আলি ৯, মার্কাস স্টইনিস ৬, ক্রিস ওকস ১ ও নবীন উল হক ৭ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি মহম্মদ নবি।

>নাইট রাইডার্সের হয়ে মতিউল্লাহ খান ২৪ রানে ২টি উইকেট দখল করেন। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ১টি উইকেট নেন ক্যাপ্টেন সুনীল নারিন। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন আকিল হোসেন, মার্চেন্ট ডি’ল্যঙ্গ ও সাবির আলি। উইকেট পাননি রাসেল।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৬.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। জো ক্লার্ক ৩২ বলে ৫৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। পল স্টার্লিং করেন ৩৬ বলে ৩৯ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৮ বলে ২০ রান করেন ব্র্য়ান্ডন কিং। তিনি ২টি চার মারেন। রাসেল মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ম্যাচের সেরা হন জো ক্লার্ক।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

আইপিএলের ক্রিকেটার গ্রে’ফতার! কোটি কোটি টাকা প্রতা’রণার অভিযোগ

মুম্বই পুলিশ জানিয়েছে, বিভিন্ন মানুষ এবং সংস্থাকে ঘোল খাইয়ে বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *