১০ মাঠকর্মী করোনা আক্রান্ত লংকান্ড
সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচ দিয়ে অনুষ্টিত হতে যাচ্ছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। এর আগেই ঘটে গেল এক কঠিন ঘটনা যেখানে প্রায় খেলাই এখন অনেকটা অনিশ্চিত। এক সাথে রেকর্ড সংখ্যক কর্মীর করোনা পজেটিভ যা রীতিমতই সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।স্বস্তিতে নেই ক্ষুদ বিসিসিআই ৷ ওয়াখেড়ে স্টেডিয়ামের ১০ মাঠকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় এখন ভাবতে হচ্ছে এ নিয়ে এবং ডাকা হোয়েছে জরুরী মিটিং।
প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা আর আতংকিত পুর বিশ্ব। এমতাবস্থায় খেলা পরিচালনা করা এবং সুষ্ঠুভাবে স্মপন্ন করাই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।১০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে।
পুরো দেশজুড়ে এখন শুধু ভয় আর আতংক আর বেড়েই চলছে একের পর এক রোগীর সংখ্যা, শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে ৪৭,৮২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি কোভিড আক্রান্ত হন ৮৮৩২ জন। এই সংখ্যা ভাবাচ্ছে বিসিসিআইসহ প্রায় সকল হর্তাকর্তাদের। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ৬ জনের করোনা আক্রান্ত হওয়ায় স্বভাবতই কপালে ভাঁজ ভারতীয় ক্রিকেট বোর্ডের৷
এটি নিয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছেন সংস্থা ।মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘হ্যাঁ, গতকাল ৮ জন মাঠকর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল৷ শনিবার আরও দু’জনের রিপোর্ট পিজিটিভ এসেছে৷ ‘আইপিএল শুরুর আগেই এমন খবরে সতর্কতার কথাই প্রথমে মাথায় আসবে। কিন্তু আমরা কঠোরভাবে প্রোটোকল ফলো করছি। তা সত্ত্বেও এমন খবরে আশঙ্কা তৈরি হওয়াটা স্বাভাবিক।
আবেগ নিয়ে বলেন এই বিষয়টিকে একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না । ফ্র্যাঞ্চাইজির কর্তা বলেন, টুর্নামেন্ট শুরুর আগে এই ঘটনা আমাদের কাছে ওয়েকআপ কল। অনেক সময় আমরা বায়ো-বাবলে প্রবেশ করে কিছুটা স্বচ্ছন্দ হয়ে পড়ি। তবে এই ঘটনাই বলে দিচ্ছে, আমাদের আরও কড়াভাবে প্রোটোকল ফলো করতে হবে।’ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ হওয়ার কথা এপ্রিলের ১০-২৫ তারিখ৷
এই সময়ের মধ্যে ১০টি আইপিএল ম্যাচ হবে এখানে। বর্তমানে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস মুম্বইয়ে রয়েছে৷ প্রথম দিকে এই দলগুলি ওয়াংখেড়েতে ম্যাচ খেলবে৷ চেন্নাইয়ের পর মুম্বইয়ে ম্যাচ খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের৷