Breaking News

সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা অজি শিবিরে! ভারতের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টে অনিশ্চিত তারকা পেসার

ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই জোর ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য সিরিজের প্রথম ২টি টেস্টে অনিশ্চিত তারকা পেসার জোশ হ্যাজেলউড।

Advertisement

হ্যাজেলউডের বাঁ-পায়ের অ্যাকিলিসের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। গতমাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের সময়ে চোট পান তিনি। আলুরের প্রস্তুতি শিবিরে হ্যাজেলউডকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে না। তিনি সতীর্থদের টুকিটাকি সাহায্য করা ছাড়া কার্যত বিশ্রামের মেজাজে রয়েছেন। নাগপুরে পৌঁছে অনুশীলন শুরু করতে পারেন অভিজ্ঞ পেসার।

হ্যাজেলউড মাঠে নামতে না পারলে প্রথম টেস্টের দরজা খুলে যেতে পারে স্কট বোল্যান্ডের সামনে। সেক্ষেত্রে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাবেন তিনি। বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৬টি টেস্টে মাঠে নেমেছেন। তিনি ৬টি টেস্টেই খেলেছেন দেশের মাঠে।

Advertisement

শুধু নাগপুরেই নয়, প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে সময়ের ব্যবধান অল্প হওয়ায় হ্যাজেলউডের দিল্লি টেস্টেও মাঠে নামা অনিশ্চিত দেখাচ্ছে। সিরিজের শুরুতে অস্ট্রেলিয়া মিচেল স্টার্ককে দলে পাবে না। তার উপরে হ্যাজেলউড ছিটকে গেলে ঘরের মাঠে নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া।

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামবে ভার-অস্ট্রেলিয়া। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

ভারত সফরে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে পিছিয়ে রয়েছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *