Breaking News

সিডনির চটা ওঠা পিচে ভারত সফরের প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার- ভিডিয়ো

অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আটকাবে না। খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা প্রবল অজিদের। তার আগে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই ৪ টেস্টের সিরিজ খেলতে নামবেন প্যাট কামিন্সরা।

Advertisement

এই সিরিজেই নিশ্চিত হয়ে যাবে, কোন ২টি দল শেষমেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খলবে। সুতরাং, ২টি দিক দিয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারত সফরের এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রথমত, কোনওরকম সংশয় না রেখে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করা। দ্বিতীয়ত, ভারতের বিরুদ্ধেই যদি খেতাবি ম্য়াচে মাঠে নামতে হয়, তবে তার স্টেজ রিহার্সালে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।

অবশ্য এর বাইরে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ানোর আশঙ্কাও রয়েছে অজিদের। কেননা, চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ভরাডুবির মুখে পড়লে তাদের টপকে এক নম্বর টেস্ট দলে পরিণত হবে টিম ইন্ডিয়া।

Advertisement

স্বাভাবিকভাবেই এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চান না অজি তারকারা। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ভারত সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের দেশেই। ভারতে উড়ে আসার আগে সিডনিতে সংক্ষিপ্ত প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

Advertisement

অস্ট্রেলিয়া ভারত সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা বোঝা যায় প্রস্তুতি শিবিরে চোখে পড়া কয়েকটি বিষয়েই। প্রথমত, স্টার্ক আঙুলে মোটা টেপ লাগিয়েও বল করছেন নেটে। তাছাড়া ভারতের মতো চটা ওঠা পিচে প্র্যাক্টিস সারতে দেখা যাচ্ছে অজি তারকাদের। ভারতে যে রকম শুকনো পিচে টেস্ট ম্যাচ আয়োজিত হয়, হুবহু তেমনই বাইশগজ তৈরি করে অনুশীলন সারছেন অজি তারকারা। পিটার হ্যান্ডসকম্বকে উইকেটকিপিংয়ের অনুশীলন করতেও দেখা যায় সিডনির ক্য়াম্পে।

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), অ্যাস্টন এগর, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খোওয়াজা, মার্নাস ল্যাবুশান, ন্যাথন লিয়ঁ, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

‘বাংলাওয়াশ’ হওয়ায় ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছে ব্রিটিশ মিডিয়া

সাদা বলের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র চার মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *