গত অক্টোবরেই ৪১ পূর্ণ করে ফেলেছেন। মোহাম্মদ হাফিজ এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকেও বলেছেন বিদায়। তবে তখনই ঘোষণা দিয়ে রেখেছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। হাফিজ অবশ্য দ্রুতই থামছেন না। এখনো যে ফুরিয়ে যাননি, সেটি সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগেই আরেকবার প্রমাণ করেছেন। এরপর হাফিজ ঘোষণা দিয়েছেন, ‘টাইগার’ এখনো মরেনি!
ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আর তাতে ম্যাচসেরার পুরস্কারটা গেছে ‘বুড়ো’ হাফিজের হাতেই। ব্যাটিংয়ে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা লাহোরকে উদ্ধার করেছেন তিনিই—৪৬ বলে ৬৯ রানের ইনিংসে। এরপর একদিক থেকে বোলিংয়েও ইনিংস উদ্বোধন করেছেন, শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন ২৩ রানে। ৪২ রানের জয়ে ম্যাচসেরা কে, সেটি নির্বাচন করার কাজটা খুব একটা কঠিন ছিল না।
এরপর টুইটারে নিজের বার্তাটা দিয়েছেন হাফিজ। ম্যাচসেরার পুরস্কার হাতে কথা বলছেন, টেলিভিশন থেকে তোলা এমন একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’, যার বাংলা করলে দাঁড়ায়, ‘“টাইগার” এখনো বেঁচে আছে।’
হাফিজের এ কথাটা অবশ্য ধার করা। ভারতীয় অভিনেতা সালমান খানের ‘টাইগার’ নামে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আছে। সেখানে সালমানের কণ্ঠে সংলাপটা বেশ আলোড়ন ফেলেছিল। হাফিজ সেটিই শুধু ‘কপি-পেস্ট’ করে দিয়েছেন। পাকিস্তানের অলরাউন্ডার যেন এর মাধ্যমে বার্তাটা আরেকবার দিলেন, তিনি ফুরিয়ে যাননি।
ফাইনাল শেষে অবশ্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হাফিজ, ‘এখানে এবং ম্যানেজমেন্টের সবাইকে ধন্যবাদ। তাঁরা আমাকে সমর্থন করে গেছেন, এটিই পারফর্ম করার উপযুক্ত সময় ছিল।’
হাফিজের অমন পারফরম্যান্সের পর শিরোপাখরা ঘুচেছে লাহোরের। হাফিজ এরপর ধন্যবাদ জানিয়েছিলেন তরুণ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেও, ‘লাহোর সাত বছর ধরে ভুগেছে। কঠিন মানসিকতা ও দূরদর্শিতা জিততে সহায়তা করেছে। শাহিন একজন চ্যাম্পিয়ন, সে সবকিছুই খুব ভালোভাবে সামলাতে পারে। সে সবাইকে সম্মান করে, সবাইকে দায়িত্বও দেয়।’
আফ্রিদিরা অবশ্য পিএসএলের পরই ব্যস্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। তবে আপাতত হাফিজের সামনে অবসর। কিন্তু ‘প্রফেসর’ নামের এ ক্রিকেটার যে দ্রুতই বিস্মৃত হবেন না, অন্তত পিএসএলের অমন পারফরম্যান্সের পর তো সেটি বলাই যায়!