সচীনকে করোনা জয়ের জন্য শুভকামনা
আফ্রিদির আবস্থা ছিল সচীনের চেয়েও অনেক ভয়াবহ, সুতরাং, সচীনকে আরেকটু সাবধান করেছেন তিনি।
সারা বিশ্বের করোনার বর্তমান অবস্থা ভয়াবহ থেকে আরো ভয়াবহ হচ্ছে। একে একে ধরেছেন প্রায় সব সেলেব্রেটি এবং খেলোড়ারদের। রেহাই পায়নি খোদ ক্রিকেট ইশ্বর সচীন টেন্ডুলকারো, শেষমেষ যেতে হল কোয়ারন্টিন হাসপাতালে। এমতাবস্থায়, শুভকামনা পাঠিয়েছেন আফ্রিদি এবং ক্রিকেট বিশ্বের প্রায় সকল খেলোড়াড়েরা।
ওয়াসিম আক্রমের পর করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকরের দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা জানালেন শাহিদ আফ্রিদি ৷ গত শুক্রবারই হাসপাতালে ভর্তি হন মাস্টার ব্লাস্টার৷ এ নিয়ে মোটামোটি তোলপাড় ক্রিকেট দুনিয়ায় কেননা এ দফা নিয়ে দুইবার এই ঝামেলায় পড়ে গেলেন লিটল মাষ্টার। কিংবদন্তি এই ক্রিকেটারের এই দুঃসংবাদ জানিয়েছেন খুদ নিজেই, যা জানিয়েছেন টুইটারের মাধ্যমে।
এরপরই, এক বার্তার মাধ্যমে সচীনের খোজ নেন লাগলে বাড়ি বাঊন্ডারি ক্ষেত পাকিস্থানের সাবেক কাপ্তান শহীদ আফ্রিদি। সচীন এর করোনার মাত্রা ভালই জানেন আফ্রিদি যেহেতু আফ্রিদি নিজেও আক্রান্ত হয়েছিলেন গত বছর জুনে। পরে দ্রুত সেরে উঠেছিলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার৷
সচিনের মতো করোনা আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি৷ গত বছর জুনে কোভিড আক্রান্ত হওয়ার পর দ্রুত সেরে উঠেছিলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার৷ তিনি লিখেছিলেন ‘”Wishing you a speedy recovery Legend . No doubt that you will make a strong recovery. May your hospital stay be short and your recovery even
এটি নিঃসন্দেহে ভ্রাতৃতের বন্ধন এবং এক সময়ের চির প্রতিদন্ধি হয়েও এমন কাজ করতে ভূলেনি আফ্রিদি। এছাড়া ওয়াসিম আকরাম নিজেও জানিয়েছেন এই বার্তা।
‘“Even when you were 16, you battled world’s best bowlers with guts and aplomb… so I am sure you will hit Covid-19 for a SIX! Recover soon master! Would be great if you celebrate India’s World Cup 2011 anniversary with doctors and hospital staff… do send me a pic!”
এই বার্তা ছিল সত্যিই অনেক ধারুন এবং স্পৃহাদায়ক। ভালোবাসা দেখাতে মোটেও কৃপনতা করেননি এই কিংবদন্তি।