শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একধাপ ওপরে উঠল ভারত। মোহালীতে জিতে শ্রীলঙ্কাকে শীর্ষস্থান থেকে নামিয়েছিল তারা। রোহিতদের লক্ষ্য ছিল ওপরের দিকে ওঠা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনদিনে শুধু সিরিজ জেতাই নয়,
এবারে হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা চার নম্বরে করে নিল ভারত। যদিও এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে ভারতীয় দলের। চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রাস্তাটা এখনও অনেকটাই কঠিন ভারতের সামনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মোহালীতে বিরাট ব্যাবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই ভারত ইনিংস ও ২২২ রানে জিতেছিল। সেই থেকেই রোহিত শর্মার লক্ষ্য ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা।
অবশেষে সোমবার সেই লক্ষ্য পূরণ হয়েছে ভারতীয় দলের। শনিবার থেকে শুরু হওয়া বেঙ্গালুরুতে গিন-রাতের টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ২০৮ রানে শ্রীলঙ্কাকে শেষ করে ২৩৮ রানে ম্যাচ জিতে সিরিজও নিজেদের পকেটে পুরেছে তারা। আর সেইসঙ্গেই প্রথম আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও চার নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া।
গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছলেও, এবার সেই পাস্তাটা অনেকটাই কঠিন ভারতের জন্য। সামনে যেকটা সিরিজ রয়েছে বেশীরভাগই জিততে হবে রোহিত শর্মাদের। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে এঅ সিরিজটা আপাতত স্বস্তি এনে দিচ্ছে ভারতীয় শিবিরকে। এই মুহূর্তে ভারত পৌঁছেছে চাপ নম্বর পজিশনে। টিম ইন্ডিয়ার পয়েন্ট এখন ৭৭। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এটা ভারতের চতুর্থ টেস্ট সিরিজ জয়। ফাইনালে পৌঁছতে হলে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে রোহিত শর্মাদের।
যদিও এথনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপে শীর্ষস্থানই ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ফ্রন্টফুটেই রয়েছে অজি বাহিনী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৪৮ রানে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। যদি এই ম্যাচ অস্ট্রেলিয়া অন্তত দুদিন হাতে রেখে জিতে যেতে পারে,
তবে নিজেদের পজিশন অনেকটাই শক্তিশালী করবে। ভারত চতুর্থ স্থানে উঠলেও, এখনও ভারতের ওপরে রয়েছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে সিরিজ হেরে ইতিমধ্যেই পাঁচ নম্বরে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। ৬৬ শতাংশ গড় এবং ৪০ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ৬০ শতাংশ গড় এবং ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ভারতের পয়েন্ট ৭৭ হলেও এখনও পর্যন্ত গড় অনেকটা কম হওয়াতেই পিছিয়ে রয়েছ ভারত।
যদিও সামনে রয়েছে বেশ কয়েকটি সিরিজ। সেখানে ভারত এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ফাইনালে পৌঁছতেও পারে